Ads Area

আলপথ - শুভদীপ দত্ত প্রামানিক

পাহাড়ের চিৎকার শুনতে পাচ্ছি জংধরা মিথে
মিথের অনুভব বিক্রি করে দিয়েছে গোষ্ঠী কোন্দল 
শুভদীপ দত্ত প্রামানিক 
আমি পুড়ে ছাই হয়ে যাব , ছাই হয়ে যাবে দরজা-সবুজ স্বপ্ন !
কিডনি বাগানে ফুটেছে ইচ্ছেপথ ফুল
পুড়ে যাব আবারও মানুষ কিংবা পশু হব
মানুষ হব , পাখি হব --- আবার পুড়ে যাব । 

রক্তমাখা গান শুনছি 
বস্ত্রহরণ পর্বে দুঃস্বপ্নের বৈঠা
বারান্দার তারে পাখিদের ডানা
গান শুনছি , পাথুরে গান.... এরপর মেগাস্থিনিসের গল্প ।

আমার নিয়তিতে আঁকা বেশ্যার বাপের কপাল । 
আমার নিয়তি জানে মৃত্যুর কোনো আলপথ নেই । 





গ্রাম + ডাকঘর : কীর্ণাহার 
জেলা : বীরভূম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area