Ads Area

মিলন কুমার মুখার্জি’র গুচ্ছ কবিতা

 হাসলে তুমি

মিলন কুমার মুখার্জি
.

হাসলে তুমি মেঘ কেটে যায় হুট্ করে l
সোনা রোদের খুশি যেন যায় ঝরে l

হাসলে তুমি ঝড়ের গতি শান্তি পায় l
দখিন বাতাস গাছের পাতায় হাত বোলায় l

হাসলে তুমি বাজের আওয়াজ পথ ভোলে l
কোকিল তারার পঞ্চমেতে সুর তোলে l

হাসলে তুমি শুকিয়ে ওঠে বানের জল l
সবুজ ঘাসে দোলায় মাথা ফুলের দল l

হাসলে তুমি অগ্নি পাহাড় শান্ত চুপ l
সুগন্ধে দিক ভরিয়ে তোলে সন্ধ্যা ধূপ l

হাসলে তুমি আগুন জ্বলা জষ্টি রোদ
নিবিয়ে ফেলে ধ্বংসমুখর ভীষণ ক্রোধ l

হাসলে তুমি ধরার কাঁপন যায় থেমে l
পুরোনো সব বুকের পাথর যায় নেমে l

হাসলে তুমি মরণ এসেও থমকে যায় l
অতিমারীর বিজয় রথও পথ হারায় l

হাসলে তুমি হাসবে সবাই মন খুলে l
হাসির নায়ে হাসির বাদাম দাও তুলে l

*********************************************

বেঁচে থাকার মানে


দুঃস্বপ্নের ভীষণ ক্ষণে চাঁদের ক্ষতে রক্ত !
আমরা তবু রাজনীতিতে, শত্রু এবং ভক্ত।
তোমার ঘামে আমার ঘামে কালঘামেরই ডাক!
আমরা তবু মাছ ঢাকছি, ওপরেতে শাক!
অজাতশত্রু জাত-ব্যবসা, সবাই তাতে খুশ।
বিষফল না নিষ্ফল হয় - লভ্য নিরঙ্কুশ!
মানবধর্ম মান করেছে, অপমানই সার,
মানে মানে পড়ছে কেটে, কেউ ধারেনি ধার!
কথায় কথার উঠছে পাহাড়, আকাশ ছুঁতে চায়।
অনেক নীচে পড়ছে চাপা বেঁচে থাকার দায়!
তবু ভালো "বেঁচে আছি" জিরাফ এবং ধর্মে,
ধাঁধা লাগে, বেঁচে আছি? চিমটি কাটি চর্মে।

সামনে দেখি ছোট্ট শিশু, টলোমলো চাল।
ওর জন্যে যাচ্ছি রেখে এ কোন কলিকাল!
হঠাৎ ঘুরে চেঁচিয়ে উঠি শূন্য আকাশ পানে,
"খুঁজে দিয়ে যাবই তোকে বেঁচে থাকার মানে"।


*********************************************

ভগ্ন


কিছু বাড়ি ঘর ভেঙে ফেলা যায়
ভাঙা যায় কিছু বিশ্বাস l
কত অনায়াসে ভাঙা যায় বুক!
তবু টিকে আছে নিঃশ্বাস l

মান সম্মান ভেঙে গেছে কবে!
স্বপ্নেরা ভেঙে খানখান !
মেকি ভালবাসা, তাও ভেঙে গেছে!
তবু আজও টিকে রয় জান l

ভেঙে দেওয়া যায় শান্তিসৌধ,
ভাঙা যায় হাড় পাঁজরা l
ফুসফুস তবু কোনোমতে চলে
যতই না হোক ঝাঁঝরা!

ভেঙে দেওয়া যায় জনতার হাত,
মানুষের গড়া স্তম্ভ l
ভগ্নস্তূপে তবুও বাঁচে
বেঁচে থাকবার দম্ভ!

**********************************


Kandivali West,
Mumbai 400076

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area