Ads Area

সীমান্তগুলো - বদরুদ্দোজা শেখু

বদরুদ্দোজা শেখু
 সীমান্তগুলো// বদরুদ্দোজা শেখু

--------------------------------------------

সীমান্তগুলো নিছক সীমারেখা নয় 
সীমান্তগুলো নিছক দেশভাগ নয়
সীমান্তগুলো নিছক কাঁটাতার বেড়া নয়  ,
সীমান্তগুলো হৃদয়ের দগদগে ক্ষত  ,

সীমান্তগুলো নিছক স্বজন হারানো নয়
সীমান্তগুলো নিছক ভিটেমাটি মাঠঘর হারানো নয়
সীমান্তগুলো নিছক শিশুদের পুতুল হারানো নয়
সীমান্তগুলো নিছক শিশুদের খেলাঘর হারানো নয়
সীমান্তগুলো নিছক শিশুদের শৈশব হারানো নয় 
সীমান্তগুলো নিছক নারীদের ইজ্জত হারানো নয়
সীমান্তগুলো জীবনের দগদগে ক্ষত
যা কোনোকালেও সারবার নয় , সারাবার নয় ।

সীমান্তগুলো নিছক দেশভাগ নয়
সীমান্তগুলো লাহোর মুলতান কক্সবাজার বাঁটোয়ারা নয়
সীমান্তগুলো আজীবন কান্নার জমজম
সীমান্তগুলো প্রজন্মের নাড়ীছেঁড়া আর্তনাদ 
সীমান্তগুলো স্মৃতিসত্ত্বার পরাজয়
সীমান্তগুলো সংস্কৃতির করুণ বিচ্ছেদ ।

সীমান্তগুলো নিছক সীমারেখা নয়
সীমান্তগুলো আজীবন হৃদয় ছিঁড়ে যায় 
সীমান্তগুলো প্রজন্ম পরম্পরা করাতের মতো 
ক’লজে চিরে চিরে যায় ,
সীমান্তগুলো হাঁড়িকাঠ , উদ্বাস্তুকে অবিরাম বন্দুক 
রাইফেল উঁচানো চাইট-মারা ঘোড়া ,
ক্ষমতার রাজনীতির লড়াই আর চূড়ান্ত অমানবিক ছোরা । 
( ২৫ লাইন )
©  বদরুদ্দোজা শেখু 
------------------------------
 জেলা--মুর্শিদাবাদ, 
        PIN -742101
         পঃ বঙ্গ , ভারত ।  
     
   e-mail :  mdbadaruddoza@gmail.com
----------------------

কবি-পরিচিতি

-------------------

বদরুদ্দোজা শেখু-র জন্ম ১৯৫৫ সালে ফেব্রুয়ারীতে মুর্শিদাবাদ জেলার ঠাকুরপাড়া গ্রামে ।ক্ষুদ্রচাষী সাইফুদ্দীন সেখ ও গৃহবধূ ফজরেতুন্নেশা বিবির সন্তান। দারিদ্র্যের মধ্যেই গণিতশাস্ত্রে স্নাতকোত্তর ।পেশায় অবসরপ্রাপ্ত আধিকারিক। নেশায় কবিতা লেখালেখি। 

    এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ  অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন,শব্দ ভেঙে সংলাপ,আরো থোড়া দূর,এবং পরী ও পেয়ালা ।তাঁর কবিতা অদলবদল , সপ্তাহ, দৌড় , কবিতীর্থ ,শব্দনগর, ঋতুযান ,একুশে বর্ণমালা প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত ।  বিভিন্ন পত্রিকাগোষ্ঠী থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।- - - এছাড়া কবি তাঁর "আরো থোড়া দূর" কাব্যগ্রন্থের জন্য "পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরষ্কার ২০২০" - অন্যতম বিশেষ সেরা  সম্মাননা পেয়েছেন

তিনি কিছু কিছু অণুগল্প ও ছোট গল্পও লিখেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area