যদি
ভিজিয়ে দিতে পারি তোমার সারা শরীর,
যদি তুমি বৃষ্টি ভালোবাসো...
সপ্তসুরের মুর্ছনায় মেঘমল্লার হতে পারি,
সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে যেতে পারি,
যদি তুমি সঙ্গীত ভালোবাসো...
তপ্ত মাটির বুকে শিলা বৃষ্টি হয়ে ঝরতে পারি,
মাটির উষ্ণ বাষ্পকে জড়িয়ে ধরতে পারি,
যদি তুমি উর্বরতা ভালোবাসো...
বহুদূরে তোমার জন্য হেঁটে যেতে পারি,
গোধূলীর রঙ মেখে দিগন্তে মিশতে পারি,
যদি তুমি কবিতা ভালোবাসো।
........................................
পিঙ্কি ঘোষ,
কলকাতা (৫৯),
পশ্চিমবঙ্গ।