Ads Area

দোলা তোমাকে -রথীন পার্থ মণ্ডল



রথীন পার্থ মণ্ডল 
জানি দোলা, কেবলই ব্যস্ততা তোমার ! 
তবু গ্রীষ্মের আগুনঝরা শেষ রাত
আর শ্রাবণের মেঘভরা সন্ধ্যায়
একা একা বসে উদাসী বাতাসে 
কাঁচা হলুদরঙা আকাশ দেখতে দেখতে
কেন যে অতীত ছুটে আসে ঘরে ! 
তোমার কোমল বিষুবরেখার ওপর 
হাজার ঢেউ আছাড় দিতে দিতে 
হারিয়ে ফেরে ঠিকানাহীন অনাবিল প্রান্তরে,
তোমার খোলা বুকের ওপর 
নীলাকাশ আর বিন্দু বিন্দু জলকণা
তারার মতো ফুটে ওঠে  
সেই ঈষৎ টোল পড়া বুকে 
হাজার ঢেউ উথাল পাতাল মনে প্রাণে।



পূর্ব বর্ধমান 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area