Ads Area

বৃষ্টি চেয়েছ বলেই - বিকাশ ভট্টাচার্য

 কবিতা  : বৃষ্টি চেয়েছ বলেই 

।। বিকাশ ভট্টাচার্য 

বৃষ্টি চেয়েছো বলেই মেঘ হয়ে আসি
নাহলে নীল নীল রোদের ভেতর 
আমার অনেককালের এই প্রবাসীজীবন 
রূপকথার পাখি হয়ে যেত

লোকে জানে তুমি মেঘনয়না--- 
কান্না ও ক্রোধের মিশেল
বাদল হাওয়ায় তোমার কাজলরঙা শাড়ি
ঝড়ের গন্ধে উদ্বেল 

বৃষ্টি চেয়েছ বলেই শাওন গগন 
কুয়াশার মতো ঝাপসা একটা দুপুর
নিমেষ তখন ঘুম ঘুম এক সুরঙ্গমা নূপুরের
ছন্দবিভোর হৃদিঅন্তঃপুর

বৃষ্টি চেয়েছ বলেই অদ্যাবধি মেঘ হয়ে আছি 
                   __________


                  Behala,Kolkata-700034. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area