Ads Area

মন পাখির ভাষা - গোবিন্দ মোদক

 



গোবিন্দ মোদক 
হলুদ পাখি। ফুড়ুৎ ওড়ে। আজব গ্যাঁড়াকল।

ও রে আদম। কেন খেলি। জ্ঞানবৃক্ষের ফল!

গাছের পাতা। নরম সবুজ। সবুজ নরম মন। 

আনজনা যে। আপন হলো। ভালোবাসার ধন। 

রূপ-গরবী। মনের পাখি। তেপান্তরে-ই বাসা।

সারাজীবন। বৃথাই খোঁজে। অবুঝ ভালোবাসা! 

চোখের দেখা। সেটাও ফাঁকি। ফাঁকি মনের টান।

হৃদয় ভাঙে। নদীর মতো। উপচে পড়া বান।

ফটিক জল। চাতক খোঁজে। বর্ষা আসে নাকো। 

মন মাঝারে। মনকে নিয়ে। বৃথাই বসে থাকো!

সাত সমুদ্র। তেরো নদীর। পারে তেপান্তর।

মনের মাঝে। অন্য যে মন। গড়ে অচিন ঘর।

ঘরের মধ্যে। আরেক ঘরে। মন পাখির বাসা।

শূন্য খুঁটির। আজব ঘরে। অচিন ভালবাসা।

অচিন পাখি। কেন রে তুই। খুঁজিস পাকা ফল? 

মন দুনিয়া। তিনিই গড়েন। আজব গ্যাঁড়াকল!

=======================


সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ভারত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area