Ads Area

নিঃশব্দের কান্না - ইউনুস ভূঁইয়া

 #কবিতা-নিঃশব্দের কান্না

ইউনুস ভূঁইয়া
#রচনায়-ইউনুস ভূঁইয়া
#তারিখ-২৪-০৫-২০২২ইং
"""""""""""""""""""""""""""""""""'''''''"
হাসির পর নিঃশব্দের কান্না;
দুঃখের পরে সুখের আল্পনা...
সুখ? শখকে ভাবিয়ে তোলে
দুঃখ!শুধু ছেপে ধরে অধিক
কান্না হাসির একটু হেরফের
ওরে নয়ন জলে ভেসে যাই...
হাসির ঝলক মুখেপড়ে টোল
কেহ বুঝিতে পারে সেই ধরণ
বাহিরে সুন্দর অন্তরে বেদন!
দুঃখের পর মঙ্গল আসে দ্রুত
কেউ বুঝতে পারে সেই খবর?
কান্নাকাটির গহীনে যেই আর্জি
চোখের জল শুকালে কি শেষ!
দুঃখ মোদের নিত্য জীবন সঙ্গ
কখনো ক্ষণে মেঘেতে রামধনু
বৃষ্টি হলে বেজায় সুখ হয় মনে
বান তুফানে কেনো লাগে ভয়?
সুখ বিলাস!প্রশান্তির ছোঁয়ারে
অনুভব করি, তারে জনম ভর!
বিসুখ মম লেগে থাকে পরপর
আরাম,স্বভাবের অতলান্ত ইগো;
দুঃখে ভেঙ্গেপড়ে পিপাসু এই'মন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area