নববর্ষের ছোঁয়া
মোহাম্মদ মোবাশ্বির আলম
তপ্ত খরা চৈতের শেষে
বৈশাখ মাস যে এলো,
পুরাতনের গ্লানি মুছে
সে যে নতুন রূপ পেল।
পুরোনো যত হতাশা আর
দুঃখ সকল অবসাদ,
নতুন বছর সেগুলোকে
করবে সেতো ধুলিসাৎ।
নববর্ষের নতুন সূর্য
বার্তা দিলে তাই আনি,
নতুন জীবন নতুন দিনের
শুনিয়ে যায় আগমনী।
জীবন মাঝে অনেক সময়
রয়েছে দুঃখের বন্যা,
বৈশাখের ওই আগমনে
মুছে গেছে সেই কান্না।
পুরাতনের ওই ঝড় ঝঞ্ঝা
যদিও গ্লানিতে ভরা,
ধ্বংসের মাঝেও নবরূপে
সেজে ওঠে বসুন্ধরা।