ছেলেবেলার পুতুলটা
গোবিন্দ মোদক
যেই বলেছি আধভাঙ্গা মেঘ
নাম না গাছের পাতায়,
অমনি দেখি কাঠবিড়ালি
আঁক কষছে খাতায় !
#
যেই ডেকেছি শুকতারা আয়
যাবো পিসির বাড়ি,
অমনি টিয়া রাগ করে চায়
দেবেই বুঝি আড়ি !
#
যেই চেয়েছি আসুক পরী
ছুঁয়ে দিয়ে যাক পালক,
অমনি দেখি ফিঙে নাচে
দুলিয়ে নাকের নোলক !
#
যেই শুনেছি আসছে বছর
আসছে যে মা রথে,
অমনি দেখি রূপকথা রোদ
পথ এঁকে দেয় পথে !
#
যেই এঁকেছি একদানা ধান
খাতার পাতা জুড়ে,
অমনি দেখি ভাতের গন্ধ
জাগছে হৃদয়পুরে !
#
যেই ভেবেছি আজ বিকেলে
বাজাবো পাতার বাঁশি,
অমনি দেখি রাগ করেছে
বনের বাঘের মাসি !
#
যেই দেখব একটা পুতুল
বলছে আমায় "টুকি",
ছেলেবেলার বাক্স খুলে
দেবোই তখন উঁকি !!
_____________________
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।