Ads Area

বিকাশ মন্ডল’র কবিতা

 বিকাশ  মন্ডল 


উঠে বসি। পেট জাগিয়ে তোলে। 
কী আশ্চর্য ! নাকে আসে 
ভাপ ওঠা ভাতের গন্ধ 
ভুটভট করে ডাল ফোটে স্বপ্ন দেখি 
সেই শব্দের দিকে হেঁটে যে যাবো 
অতোটা শক্তি নেই দুটো পায়ে.... 
ঘুম ভাঙে। 




বিকাশ  মন্ডল 
মনশুকা হাওড়া 
পশ্চিম বঙ্গ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area