হোমপশ্চিম বঙ্গের কবিতা - Poems of West Bengal বিকাশ মন্ডল’র কবিতা বিকাশ মন্ডল’র কবিতা কবিতা পাড়া জুন ১৭, ২০২২ 0 বিকাশ মন্ডল উঠে বসি। পেট জাগিয়ে তোলে। কী আশ্চর্য ! নাকে আসে ভাপ ওঠা ভাতের গন্ধ ভুটভট করে ডাল ফোটে স্বপ্ন দেখি সেই শব্দের দিকে হেঁটে যে যাবো অতোটা শক্তি নেই দুটো পায়ে.... ঘুম ভাঙে। ★বিকাশ মন্ডল মনশুকা হাওড়া পশ্চিম বঙ্গ Tags পশ্চিম বঙ্গের কবিতা - Poems of West Bengal নবীনতর পূর্বতন