অর্থনীতি না থাক সংজ্ঞায়
রানা জামানসূর্যের আলোয় শূয়াপোকা দেখি
দরজা বন্ধ থাক নকল আলোয় বিন্দাস আরাম
আঁধারে আলেয়া পেয়ে ভুলে গেছি মূলের আবেশ
অধিকাংশের বাঁচার সীমানা সংকোচে আমাদের দায়
ভাবি না আগাছা ধুকার কম্পন বাড়ায়
এই যে প্রবাহ নৈতিকতা মুড়ে দেয়ার রেজাল্ট
পোকামাকড়ের বসতি উর্বর রাখে চষাজমি
দূর্ঘটনায় ওদের মৃত্যু আমাদের সুইস হিসাব
আগুনের জিভ যত বাড়ে ততো বাড়ে কারেন্সির সংখ্যা
আক্রা যতো ততো প্রভুত্ব ভাস্বর
পাতে ভাত নুন! যথেষ্ট ওদের!
যত ঝরে ঘাম ততো উৎপাদন
এভাবেই চলে মধ্য আয়ে দেশ আজ
নিখর্চায় রোস্ট আছে না! হিউম্যান!
খাক পোকাদের বংশ!
এয়ার টিকেট কাটা আছে ওয়ালেটে!
বিন্দাস রাজনীতি!
আহা অর্থনীতি, না থাক সংজ্ঞায়!