Ads Area

বাবা তুমি অভিনেতা - শুভ্র মাহমুদ

 বাবা তুমি অভিনেতা

শুভ্র মাহমুদ তুমি বেঁচে থাকার প্রেরণা তুমি চলার পথের বাহক, তুমি জীবন এর উৎস তোমার মাঝে উৎসাহ উদ্ধিপনা। হাঁটা শিক্ষার শিক্ষক তুমি, তুলি শেখানোর কারিগর। কলমে কালি ছড়ানো জাগ্রতকারী শিক্ষক।
শিক্ষার আলো মস্তিষ্কে ধারণ করানোর অধীকর্তা তুমি, তুমি পৃথিবী দেখানোর বাহক। তোমার জন্য আলো বাতাস গ্রহ নক্ষত্র। আজ আমার চারিপাশে তোমার রক্তের সাথে রক্তের বন্ধন গড়া। স্বার্থে উর্ধে বটবিক্ষ তুমি বাবা, তুমি নানান চরিত্রের অভিনেতা। তোমার অভিনয় তুমি সেরা,তুমি বাস্তব অভিনেতা, তুমি দুঃখ লুকিয়ে অন্য দাতা তোমার প্রতিধ্বনিত প্রতিধান পাল্লা দেয়ার নাহি সাধ্য। বিঃদ্রঃ,,, বাবা দিবসে একদিন ভালোবাসা প্রকাশ করে মহান সন্তান না হয়ে আজন্মকাল বাবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রতিফলন করে যাবো বাবা জন্য বৃদ্ধাশ্রম নয় আপনি বৃদ্ধাশ্রম হয়ে যান বাবার জন্য নিজের মনে। তেমনি ভাবে ভালোবাসা জাগ্রত করেন, যেই ভাবে বাবা আপনাকে ভালোবাসা দিয়েছে! যার জন্য আজকের আপনি, তাকে সেই ভাবে ভালোবাসুন যেমন ভাবে ছোটো থেকে আপনাকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আজকের আপনাকে তৈরী করেছে। দোয়া ও ভালোবাসা রইলো ভালো থাকুক পৃথিবীর সকল বাবা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area