Ads Area

প্রেম যেন অনন্ত দৈর্ঘ্যের ক্যাসেটের ফিতে - শান্তনু গুড়িয়া

 

শান্তনু গুড়িয়া



 বন্ধ ফ্ল্যাটে একলা দুপুর, রমণীটি চায় সঙ্গ  
 বাইরে তখন বৃষ্টি নূপুর --- ছম ছম জলতরঙ্গ |
 সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চায় নবীন চাকুরে
 ল্যাপটপে রাখে চোখ, প্রণয়-প্রবৃত্তি রাখে দূরে |
 বর্ষণসিক্ত মাঠে কর্ষণ জানে প্রমত্ত পুরুষ
 পরকীয়ার উত্তেজনায় থাকে না তো হুঁশ !
 সবুজ ফসলী জমি হাতছাড়া করে না কৃষকে
 যত্নে গড়া লাঙ্গলের ফলা বানিয়েছে কি শখে ?
 প্রেম যেন অনন্ত দৈর্ঘ্যের ক্যাসেটের ফিতে
 প্রবল পরাক্রমী পৌরুষ জানে জীবনানন্দ দিতে |
 ভরে ওঠে জলাশয়, শরীরের যত নদী-নালা
 বৃষ্টিদিনে জমে ওঠে যৌথ রাগমোচনের পালা |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area