Ads Area

তোমার জারুল পথে - অভিষেক ঘোষ

 

       
অভিষেক ঘোষ 


পকেটে শুকনো জারুল ফুল দেখে 
বুঝেছিলাম, তোমার বাড়ির পথে 
ঘোরাঘুরি নেহাৎ মিথ্যে হয় নি !
পাড়ার অলিন্দে প্রজাপতিদের সমাবেশ পেরিয়ে,
হাওয়ায় ভাসতে থাকা সাত রঙের মরিচ
আর যে জানালা খুলে রাখলেও 
এতকাল বিন্দুমাত্র বাতাস ঢোকে নি,
সেইসব অজুহাতের গাছ-শিকড় ছুঁয়ে
আবার ফিরে গেলাম তোমার বাড়ির পথে ।
পায়ে হেঁটে নয়, যাপনের নৈমিত্তিক নীলিমায়,
ব্যথায় ব্যথায় আচ্ছন্ন জীবনের উঠোনে উঠোনে
ঘুরতে ঘুরতে স্মৃতির পরশপাথর ছুঁয়ে 
তোমার জারুল-পথে ফিরেছি ।
দেখেছি খুশি হলে হাওয়ায় 
ভাসতে পারে ভারাক্রান্ত পাথরও ।




নাম : অভিষেক ঘোষ ।
ঠিকানা : কসবা, কোলকাতা – ৪২ ।
মোবাইল ও হ্যোয়াটস্ অ্যাপ - ৯৯০৩১১১০০২ ।



লেখক পরিচিতি : পেশায় শিক্ষক, নেশায় কবি, গল্পকার, প্রাবন্ধিক ও চলচ্চিত্র সমালোচক । প্রকাশিত কবিতা সংকলন 'শব্দের অভিযান' ও উপন্যাস 'পরজীবী' ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area