জীবন সঙ্গী
চন্দন চ্যাটার্জি
জীবন ছিল আগো ছালো
তুমি আসার আগে,
জীবন হল এলো মেলো
তুমি যাবার পরে ।
জীবন ছিল দুর্বিষহ
তুমি আসার আগে,
জীবন হল দুঃসহ
তুমি যাবার পরে।
জীবনে ছিল প্রার্থনা
তুমি আসার আগে,
জীবন হল যন্ত্রণা
তুমি যাবার পরে ।
জীবন ছিল শুরু
তুমি আসার আগে,
জীবন হল শেষ
তুমি যাবার পরে ।
জীবনে ছিল জিজ্ঞাসা অনেক
তুমি আসার আগে,
জীবনে পেলাম উত্তরও অনেক
তুমি যাবার পরে ।
স মা প্ত