![]() |
অভিষেক ঘোষ |
- অভিষেক ঘোষ
যে কবি কখনও ফুটফুটে জ্যোৎস্না দেখে নি,
যার অক্ষরমালায় ঘনিয়ে ওঠে পঙ্কিল নগ্নতা,
যার ন্যুব্জ উপমাগুলি শীঘ্রপতনের অসহায়তায়
ছটফট করে, বৈষয়িক খেদ আর
স্থানু আবেগ নিয়ে, তাকে ভর্ৎসনা কোরো না ।
হয়তো দেখবে তার কাব্য-দেহ নির্বিকার নক্ষত্রের
সুদূর-পরাহত শবদেহের মতো মরণোত্তর আলো
অকাতরে বিলিয়ে চলেছে ।
সমরাঙ্গনে ফেলে আসা পরাজিত সৈনিকের
শিরস্ত্রাণের মতো, সেই কবিতার
উপরেও হয়তো রয়েছে দিগন্তের মেরুন আলোর
বিলীয়মান দ্যুতি ।
এই নিভে আসা, এই নিষ্প্রদীপ ঘর
এই শূন্যতা, এই অসহ্য দুর্মর
লজ্জাকর অবলুপ্তি,
হাত বাড়িয়েছে তোমার দিকে ।
এই লয়, এই অবমানিত আলোর বলয়
ছোটো হয়ে আসার আগে,
ধরবে না কবির নগ্ন নির্জন হাত ?
চাঁপার বনে, পাখির কূজনে
দেখবে না তার মরা মাছের মতো
নিবাত, নিষ্কম্প চোখ ?
বলবে না একবার, ওই চোখে
মায়া হোক্, স্পর্ধা হোক্, আলো হোক্ ?