সাক্ষরিত নৈমিত্তিক আক্ষরিক যন্ত্রণা,
মুদ্রিত সূর্য্যের সকাল সিঁড়ি।
টেনে ছেঁড়া শরীরের-
সত্য অঙ্কুরোদগমের শুভ বিস্ফোরণ।
চৌদিকে অমানুষ সুখের অট্টহাসি,
দ্বিধা দ্বন্দ্বে বেষ্টিত অমোঘ সত্য।
অজিত কুমার জানা
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
কবিতা পাড়া
মে ২৬, ২০২২
0